Shopping cart

বামনায় সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

আগস্ট ১০, ২০২৫

বামনায় সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন।

বামনায় সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন।

মো. সিদ্দিকুর রহমান মান্না বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনায় ১০ আগস্ট রবিবার সকাল ১০টায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে কর্মরত সাংবাদিকবৃন্দ।

দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে গলাকেটে হত্যার প্রতিবাদ ও বিচার দাবীতে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে গোলচত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রবিবার সকাল ১০ টায় মানববন্ধনে বক্তব্য রাখেন আজকালে খবর বামনা উপজেলা প্রতিনিধি মোঃ নাসির মোল্লা, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আবু নাসের গোলাম কিবরিয়া, দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা মোঃ হাবিবুর রহমান, ইনকিলাব বামনা উপজেলা সংবাদদাতা প্রভাষক মোঃ জাকির হোসাইন, দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ নিজাম উদ্দিন মোল্লা, জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওঃ মো. সাইদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মজনু, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মো. ইসমাইল হোসেন জিহাদী, দৈনিক শেষ কথার উপজেলা প্রতিনিধি হাফেজ মো. আল আমিন প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন আজকের দর্পণ বামনা উপজেলা প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমান মান্না, সাংবাদিক মো. হুমায়ুন কবির সিকদার, মো. নজরুল ইসলামসহ উপজেলার সাধারণ শিক্ষার্থীরা।

উল্লেখ্য গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে অস্ত্রধারী দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে। এ ছাড়াও ওইদিন মনোয়ার নামে এক সাংবাদিককে ইট দিয়ে আঘাত করে আহত করা হয়।

বক্তাক্তারা অবিলম্বে সকল খুনিদের আইনের আওতায় আনা সহ যতো দ্রুত সম্ভব বিচারের দাবী জানান।এ ছাড়াও সারা দেশে আইনশৃঙ্খলা অবনতির জন্য সরকারকে কঠোর ভাবে দমনের অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *