সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২০ আগষ্ট) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহার প্রদান করা হয়।
বিভাগীয় শহর সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আহত দোয়ারাবাজার উপজেলার ৭ জন জুলাই যোদ্ধার হাতে এসব উপহার সামগ্রী তুলেদেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ।
এসময় দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক, মৎস কর্মকর্তা, উপজেলা প্রানীসম্পদ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।