Shopping cart

  • Home
  • সারাদেশ
  • রংপুরে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত

রংপুরে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ডিসেম্বর ২০, ২০২৫

রংপুরে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত।

রংপুরে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত।

রিয়াজুল হক সাগর, রংপুর: রংপুরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন লড়াই করে যাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে রংপুরের সর্বস্তরের বিপ্লবী ছাত্র জনতার অংশগ্রহণে এ জানাজা অনুষ্ঠিত হয়।

পরে এই বিপ্লবী নেতার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পরে জুলাই স্মৃতিস্তম্ভ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুলিশ লাইনস মোড়, কাচারী বাজার প্রদক্ষিণ শেষে শহীদ ওসমান হাদী (ডিসির মোড়) চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় পুরো বিক্ষোভ মিছিল জুড়ে ‘আমি কে তুমি কে, হাদী হাদী’, ‘আমরা আছি থাকবো, যুগে যুগে লড়বো’, ‘গোলামি না আজাদী? আজাদী আজাদী’, ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

জানাজা ও বিক্ষোভ মিছিলে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ রংপুরের হাজারো বিপ্লবী ছাত্র-জনতা।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন— শহীদ ওসমান হাদী ছিলেন নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর। কোনো রাজনৈতিক সুবিধা নয়, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তিনি ছিলেন এক অনমনীয় সংগ্রামী। তাঁর লড়াই অনুপ্রেরণা হয়ে থাকবে প্রজন্মের পর প্রজন্ম।

বক্তারা আরও বলেন— জুলাই অভ্যুত্থানের পর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ ওসমান হাদীর বলিষ্ঠ কণ্ঠ আমাদের নতুন করে এক মঞ্চে নিয়ে এসেছে। জুলাইয়ের এই বিপ্লবী হাদীর মাথায় পরিকল্পিতভাবে যারা গুলি করেছে তারা শুধু হাদীর মাথায় নয়—জুলাইকেও গুলি করেছে। তাঁর অবদান ভুলে গেলে জাতি অপার ক্ষতির মুখে পড়বে। তাই এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, শুধু শ্রদ্ধা নয়, শপথ—ওসমান হাদীর আদর্শেই এগিয়ে যাবে মুক্তির নতুন প্রজন্ম।

বক্তারা অবিলম্বে ওসমান হাদীর খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃশ্যমান বিচারের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *