স্টাফ রিপোর্টার: রাজধানীতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা চার দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। এর মধ্যে রয়েছে পুলিশের বাধার প্রতিবাদও। রবিবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে রাত কাটানোর পর সোমবার সকাল থেকে তারা পুনরায় অবস্থান কর্মসূচি শুরু করেছেন। সংগঠনের নেতারা জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
তবে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভিন্ন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। অনেক স্কুল-কলেজে সকাল থেকে শিক্ষকরা উপস্থিত থাকলেও ক্লাস নিচ্ছেন না। তারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত পাঠদান বন্ধ থাকবে। অন্যদিকে, কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস যথারীতি চলছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা বলছেন, আন্দোলনের প্রতি সংহতি জানালেও শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি এড়াতে তারা পাঠদান চালিয়ে যাচ্ছেন।
এর আগে রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে শিক্ষকদের সংঘর্ষ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সংগঠনের নেতাদের নির্দেশে শিক্ষকরা শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন এবং সেখান থেকে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।
শিক্ষক সংগঠনের নেতাদের অভিযোগ, সরকারের ঘোষিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার ‘অপর্যাপ্ত ও অবাস্তব’। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি, সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নসহ অন্যান্য দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।