স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশান এলাকায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় পাঁচজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। বর্তমানে তারা গুলশান থানার হেফাজতে রয়েছেন।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় গুলশানের ৮৩ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। অভিযুক্তদের নেতৃত্বে ছিলেন আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫) নামের এক যুবক, যিনি নিজেকে সমন্বয়ক পরিচয়ে পরিচিত করাতেন।
আটক অন্যরা হলেন—ইব্রাহীম হোসেন (২৪), মো. সাকাদাউন সিয়াম (২২), সাদমান সাদাব (২১) এবং কিশোর মো. আমিনুল ইসলাম (১৩)।
সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে রিয়াদসহ এই চক্রের কয়েকজন সাবেক সংসদ সদস্য ডা. শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওইদিন তারা ১০ লাখ টাকা নিয়ে ফেরত যান। আজ বাকি টাকা নিতে গেলে বাসার লোকজনের সহায়তায় এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে।
আটকদের মধ্যে রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা এবং বর্তমানে ঢাকার ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করছেন। অন্যদিকে ইব্রাহীম চাঁদপুরের রামদাসদী গ্রামের বাসিন্দা এবং আমিনুল ইসলাম বাড্ডার আলাতুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। সাদমানের বাড়ি নাটোরের লালপুরে।