Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • বাংলাদেশ
  • প্রশাসন
  • পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ’ রাঙ্গামাটিতে ২০০ পাহাড়ি বাঙালিদের মাঝে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ

পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ’ রাঙ্গামাটিতে ২০০ পাহাড়ি বাঙালিদের মাঝে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ

মার্চ ১৯, ২০২৫

আহমদ বিলাল খান: পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ’ ২০০ দুস্থ ও অসচ্ছল পাহাড়ি বাঙালিদের পরিবারসহ স্থানীয় পাহাড়ি দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে রাঙ্গামাটি রিজিয়ন ৬০ ইষ্ট বেঙ্গল সদর জোন।

গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) সকালে সদর জোনের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ইফতার সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেন ৬০ ইষ্ট বেঙ্গল এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ জুনাঈদ উদ্দীন শাহ চৌধুরী (এসইউপি,পিএসসি)। উক্ত অনুষ্ঠানে রাঙ্গামাটি সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আক্তার বিন মুক্তাদিরুল গানিউর রহমান সহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।

ইফতার সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল- ছোলা ১কেজি, বারমিচলি সেমাই ১কেজি, লাচ্ছা সেমাই ১কেজি, খেজুর ৫০০ গ্রাম, স্টিক নুডলস ১প্যাকেট, মুড়ি ৫০০গ্রাম, চিনি ১কেজি।

বুধবার (১৯ মার্চ) দুপুরে সদর জোন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙ্গামাটি জোন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছাড়াও নানাবিধ জন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমরা একসঙ্গে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটি সদর জোন এলাকার দুইশতাধিক পাহাড়ি বাঙালিদের দুস্থ ও অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সেনাবাহিনীর কাছ থেকে ইফতার সামগ্রী পেয়ে স্থানীয় পাহাড়ি বাঙালিদের সাধারণ মানুষেরা আনন্দ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *