মাহফুজ কাউসার ছাদি: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে মোহাম্মদ নুর আলম ও রোকসানা বেগম দম্পতির সন্তান মোঃ মোহাম্মদ আবদুর রহমান নুর নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। শিশুটির পিতা নুর আলমের দাবি, সামান্য ঠাণ্ডা লাগার কারণে সন্তানকে হাসপাতালে ভর্তি করানোর পর এক নার্সের অবহেলা ও ভুল ইনজেকশন প্রয়োগের ফলেই এই ঘটনা ঘটে।
নুর আলম জানান, হাসপাতালে ভর্তির পর একজন নার্স তাকে একটি ওষুধ সেবনের পদ্ধতি বুঝিয়ে দেন এবং সেটি শিশুকে দিতে বলেন। কিন্তু তিনি নিরক্ষর হওয়ায় ওষুধ সেবনের পদ্ধতি আবারও তার স্ত্রী রোকসানা বেগমেকে বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করতেই নার্স ক্ষিপ্ত হয়ে উঠেন এবং তার সাথে খারাপ আচরণ করেন। নার্স তাকে হুমকি দিয়ে বলেন, “আমি আপনাকে দেখে নিব।” এর পরপরই ওই নার্স একটি ইনজেকশন শিশুর দেহে পুশ করলে সাথে সাথেই শিশুটি মৃত্যুবরণ করে।
ঘটনাটি তদন্ত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দাখিলের অনুরোধ জানানো হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. কামরুজ্জামান পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে লিখিত অভিযোগ দাখিল করতে বলেছেন এবং আশ্বাস দিয়েছেন যে, অভিযোগ পাওয়ার পর তিন থেকে চার কার্য দিবসের মধ্যে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। শিশুটির পরিবারের স্থায়ী ঠিকানা সিলেটের কালীঘাট কামালগড় এলাকায়।



