সোহেল মিয়া, দোয়ারাবাজার(সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলি ট্রাষ্ট সোনাপুর জামে মসজিদ শাখা কেন্দ্রের পুরুষ্কার বিতরণী ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর জামে মসজিদ প্রাঙ্গনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
ট্রাষ্টের সভাপতি মো: চেরাগ আলী’র সভাপতিত্বে ও নাজিম ইব্রাহিম আলী’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য ধন মিয়া, সমাজসেবক একরাম হোসেন,আবু শাহাদাত রুহেল।
এসময় সমাজসেবক রেনু মিয়া,জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা মানিক মিয়া,ইয়াকুব আলী,কেন্দ্রের সাধারণ সম্পাদক রোয়াব আলী, সমাজ সেবক হাবিবুল্লাহ,কেন্দ্রের প্রধান ক্বারী আমির উদ্দিন, সহ-প্রধান ক্বারী মাও আলি আসগর,সহকারী ক্বারী রুকন উদ্দিন,শায়েক আহমদ,বোরহান উদ্দিন,সাফোয়ান আহমদ,ক্বারীয়া সায়েরা বেগম,মো: হানিফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এতে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদ ও কেন্দ্রের ক্বারী ও আগত অতিথিদের মাঝে পুরুষ্কার তুলেদেন উপস্থিত নেতৃবৃন্দ।
পরিশেষে সোনাপুর জামে মসজিদের ইমাম ও খতিম,শাখা কেন্দ্রের সহকারী ক্বারী ইমরান আহমদ’র দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।