Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

প্রধান উপদেষ্টা ড: ইউনুস কে নিয়ে বিতর্কিত স্ট্যাটাসে , নারী ম্যাজিস্ট্রেট ওএসডি।

অক্টোবর ৭, ২০২৪

৫ আগষ্ট আওয়ামী সরকার পতনের পর, অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মনোনিত হন ড: ইউনুস, সকল আলোচনার মধ্যমণি হলেও এক নারী ম্যাজিস্ট্রেট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি।

বিতর্কিত বিষয়টি নজরে আসায় গতকাল (৬ অক্টোবর) রংপুর বিভাগীয় কমিশনারের এক আদেশে বিভাগীয় কমিশনারের অফিসে বদলি করে । পরে তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার। বিতর্কিত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি সমালোচিত ওই স্ট্যাটাসে লিখেছেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন! অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি।।

এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় একটু অপেক্ষা করুন, তাপসী তাবাসসুম উর্মি নামের ওই ম্যাজিস্ট্রেট লালমনিরহাট জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট হিসেবে বাজার মনিটরিংয়ের দায়িত্ব পালন করছিলেন। শুধু ওই স্ট্যাটাস নয়, সম্প্রতি নানা বিষয় নিয়ে নিজের ফেসবুকে পেজে একাধিক বিতর্কিত স্ট্যাটাস দিয়েছিলেন তিনি।।
এ বিষয়ে একটি বেসরকারি টেলিভিশনে প্রশ্ন তাপসী তাবাসসুম উর্মি মুঠোফোনে তিনি তার স্ট্যাটাসের পক্ষেশক্ত অবস্থান নিয়ে কথা বলেন।।

তবে গতকাল রাত থেকে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হন্নি।এদিকে গতকাল রাত থেকে তার পোস্টগুলো ‘”অনলি মি’”করে রেখেছেন বলে জানা গেছে।
লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার গতকাল রাতে বলেন, ‘আজকে তাপসি তাবাসসুম উর্মির ফেসবুক স্ট্যাটাসগুলো সম্পর্কে আমি জেনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। তাদের সিদ্ধান্তে ওই ম্যাজিস্ট্রেটকে ওএসডি করা হয়েছে।। উল্লেখ্য সরকারি চাকুরিজীবি হিসেবে তিনি এ ধরনের মন্তব্য করতে পারেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *