সুনানগঞ্জে আইফোনের জন্য মাদ্রাসা ছাত্র ও তার বন্ধুকে নিয়ে খালা ও খালাতো ভাইকে হত্যা করেছে। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজেই পুলিশের কাছে ঘটনার কথা স্বীকার করেন। তবে তার বয়স ১৮ বছরের কম হওয়ায় তার নাম প্রকাশ করা হয়নি।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর ২০২৪) দুপুরে পুলিশ কমিশনার ‘আ ফ ম আনোয়ার হোসেন খান’ নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, ৭ম শ্রেণির ওই ছাত্র পার্টির জন্য তহবিল সংগ্রহের জন্য তাদের খালার বাড়ি থেকে আইফোন, টাকা ও সোনার গয়না চুরি করার পরিকল্পনা করেছিল। পরিকল্পনামাফিফ মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৪) ভোরে বন্ধুকে নিয়ে চুরি করতে গেলে ঘুম ভেঙে যায় খালাতো ভাই মিনহাজের। এ সময় তার চিৎকারে তার মা ফরিদা দৌড়ে আসেন। এরপর তাদের সঙ্গে মারামারির সময় রান্নাঘর থেকে লাঠি নিয়ে তার খালাতো ভাই মিনহাজ ও খালা ফরিদাকে কুপিয়ে হত্যা করে ওই শিক্ষার্থীসহ তার বন্ধু ঢাকায় পালিয়ে যায়।
পুলিশের মহাপরিদর্শক আরও বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকার সাভারে তাকে গ্রেপ্তার করা হয় এবং পুলিশ হেফাজতে নেওয়া হয়। অপর আসামির বন্ধুকে গ্রেপ্তারে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ‘জাকির হোসেন’, সদর থানার ওসি ‘নাজমুল হক’, ডিবির ওসি ‘আহম্মদ আলী’ প্রমুখ উপস্থিত ছিলেন।