Shopping cart

বালুখেকোদের ধরতে রাতের আঁধারে প্রশাসনের অভিযান

নভেম্বর ১২, ২০২৫

বালুখেকোদের ধরতে রাতের আঁধারে প্রশাসনের অভিযান।

বালুখেকোদের ধরতে রাতের আঁধারে প্রশাসনের অভিযান।

মশিউর রহমান মুর্শেদ মাধবপুর প্রতিনিধি: মাধবপুরে বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে বালুখেকোদের উৎপাত আশংকাজনকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষিতে অবৈধ বালু আহরণকারীদের ধরতে গভীর রাতে অভিযান পরিচালনা শুরু করেছে মাধবপুর উপজেলা প্রশাসন।

বুধবার (১২ নভেম্বর) রাতে সাড়ে ১২ টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেমের নেতৃত্বে মাধবপুর উপজেলার চৌমুহনী, অলিপুর, ধর্মঘর, ভান্ডারুয়া ও রসুলপুর এলাকায় অবৈধ বালু উত্তোলন ও পাচার প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইউএনও মোঃ জাহিদ বিন কাশেম জানান, নিশুতি অভিযানের মাধ্যমে আমরা এই বার্তাটি দিতে চেয়েছি যে অবৈধভাবে বালু আহরণকারীরা যেকোন সময় প্রশাসনের খাঁচায় বন্দী হতে পারে।এ থেকে সবাই সতর্ক হবে এবং এখন থেকে নিয়মিতভাবে এরকম আকস্মিক অভিযান চলবে।তবে আজকের অভিযানে কাউকে বালু উত্তোলনরহ পাওয়া যায়নি।যদি কারো জিম্মায় অবৈধভাবে আহরিত বালু পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

অবৈধ বালু উত্তোলন ও পাচার বন্ধ করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর বলেও জানান তিনি।

মাধবপুর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহায়তা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *