জবি প্রতিনিধি: রাজধানীর সদরঘাট এলাকায় অবস্থিত ঢাকা ন্যাশনাল হাসপাতালের সামনে অজ্ঞাত এক ব্যক্তিকে গুলি করছে দুর্বৃত্তরা, মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া নেওয়া হলে কর্তব্যেরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।অজ্ঞাত ব্যক্তির নাম তারিক সাইদ মামুন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারিক সাইদ সকাল ১০ টা ৫১ মিনিটের দিকে হাসপাতাল থেকে বের হচ্ছিলেন। প্রধান ফটক পার হয়ে একটু সামনে রাস্তায় গেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এরপর পরে আবারও হাসপাতালের ভেতরে যান তিনি।সেখানে তাকে পুনরায় গুলি করে পালিয়ে যায় অজ্ঞাত দুজন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ফুলহাতা টিশার্ট পরিহিত তারিক সাইদকে সিনেমা স্টাইলে মাস্ক পরিহিত দুইজন বন্দুকধারী গুলি করতে করতে হাসপাতালে প্রধান ফটক থেকে একটু ভেতরে ঢুকে পড়েন। পরে তারা দৌড়ে পালিয়ে যান।
তবে তারিক সিদ্দিক কেন হাসপাতালে গিয়েছিলেন সে বিষয়ে এখনো কোন তথ্য জানা যায়নি।
এ বিষয়ে সূত্রাপুর থানার উপপরির্দশক (এস আই) মঈনুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কারা, কেন এ ঘটনা ঘটিয়েছেন তা জানা যায়ি, তদন্ত চলছে।
