Shopping cart

বাচ্চা সহ জনতার কাছে আটক এক মহিলা।

অক্টোবর ৩১, ২০২৪

হবিগঞ্জ জেলা প্রতিনিধি, ফোরকান উদ্দিন রোমান: হবিগঞ্জের মাধবপুরে এ ঘটনা ঘটে ২৯ ( অক্টোবর ) মঙ্গলবার মাধবপুর উপজেলা ২নং চৌমহনী ইউনিয়ন এ মঙ্গলপুর গ্রামে আকলিমা বেগম এর বাড়ী, ওই গ্রামের কিছু লোক তার কাছে একটি বাচ্চা দেখতে পাই, তাহাকে যখন বলে বাচ্চা টি কার তখন সে সঠিক কোনো উত্তর দিতে পারে নাই, জনতার মনে তখনই সন্দেহ হয় সেই বাচ্চাটি তার না, ভাল করে তাকে জিজ্ঞেস করিলে বলে এই বাচ্চাটিকে সে চুরি করে নিয়ে এসেছে।

৩০ ( অক্টোবর ) বুধবার কাশিমনগর পুলিশ ফাঁড়িকে বিষয়টি অবগত করিলে আইসি নুর মুহাম্মদ দিক নির্দেশনায় এস আই সুহেল এর নেতৃত্বে বাচ্চা এবং মহিলাটিকে পুলিশ হেফাজতে নিয়ে আসেন।

পুলিশ সূত্রে জানা যায়, হযরত শাহপরান (রহ : )মাজার শরীফ থেকে বাচ্চা টি চুরি করে নিয়ে আসেন আকলিমা বেগম।

বাচ্চা টির মা একজন ভিক্ষুক, এ বিষয়ে শাহপরান থানায় একটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *