Shopping cart

গাজায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ মিছিল 

মার্চ ২২, ২০২৫

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনার চত্বরে এসে মিছিল শেষ হয়।

পরে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে গাজায় ইসরায়েলের হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদ জানান।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান,বৃহস্পতিবার জুমা নামাজের পর তৌহিদি জনতা শান্তিপূর্ণ মিছিল করেছে।এ সময় পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *