মশিউর রহমান মুর্শেদ মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জ ৫৫ বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মোসাদ্দির নামেরএক যুবককে আটক করা হয়েছে।মোসাদ্দির মাধবপুর উপজেলার উত্তর বোরক গ্রামের আব্দুল ওসমানের ছেলে।
শনিবার (১ নভেম্বর ২০২৫) সকালে মাধবপুর উপজেলার মনতলা বিওপির আওতাধীন তেমুনিয়া সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩৭০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন এবং অন্যান্য সামগ্রীসহ মোঃ মোসাদ্দিরকে আটক করে বিজিবি সদস্যরা। আটককৃত ইয়াবাসহ জব্দ মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা বলে জানায় বিজিবি।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, “বিজিবি দেশের সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। আমাদের প্রতিটি অভিযান শুধু অপরাধ দমনেই নয়, সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ও জনগণের স্বস্তি ফিরিয়ে আনতেও ভূমিকা রাখছে।”
জব্দকৃত ইয়াবা ও আটক আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদক চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।



