Shopping cart

শ্যালিকার হাতে দুলাভাই খুন

জুন ৫, ২০২৫

শ্যালিকার হাতে দুলাভাই খুন

শ্যালিকার হাতে দুলাভাই খুন

রিয়াজুল হক সাগর, রংপুর অফিস: লালমনিরহাটের কালীগঞ্জে শ্যালিকার হাতে খুনের শিকার হয়েছে দুলাভাই দুলু মিয়া (৩৫)। বোনকে নিয়ে পরকীয়ার সন্দেহ করায় ক্ষিপ্ত হয়ে দুলাভাইকে কাপড় কাটা কাচি দিয়ে হত্যা করেন শ্যালিকা চাঁদনী।

বৃহস্পতিবার সকালে এমন ঘটনা ঘটে ওই উপজেলার ভোটমারী হাজরানীয়া সদর পাড়া এলাকায়। দুলু মিয়া ওই এলাকার শওকত আলীর পুত্র এবং শ্যালিকা এসএসসি পরীক্ষার্থী চাঁদনী একই এলাকার মোকছেদুর রহমানের কন্যা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুলু মিয়া বুধবার সন্ধ্যায় বাড়ি গিয়ে দেখে তার স্ত্রী মনি বেগম মোবাইল ফোনে কারো সাথে কথা বলছেন। দুলু মিয়াকে দেখা মাত্র মোবাইল থেকে নাম্বার ডিলিট করেন তার স্ত্রী মনি বেগম। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক শুরু হয়। এতে ক্ষিপ্ত হয়ে শ্যালিকা চাঁদনী তার হাতে থাকা কাপড় কাটার কাচি দিয়ে দুলাভাই দুলু মিয়ার গলায় আঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ হাসপাতালে, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। ঘটনার পর পরেই পালিয়ে যায় শালিকা চাঁদনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *