সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, অবহেলিত ছাতক-দোয়ারার উন্নয়নে আমাদের কিছু পরিকল্পনা আছে। জনগণ সুযোগ দিলে দুই উপজেলার উন্নয়নে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। শোষন মুক্ত’ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১ টায় দোয়ারাবাজার সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে উপজেলা সদরে আয়োজিত প্রচার মিছিলে প্রধান অতিথি’র বক্তব্যে জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী এসব কথা বলেন।
সালাম মাদানী বলেন,দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার জনগণ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবে। আমরা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাচ্ছি ইনসাফ, সুশাসন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য।
তিনি বলেন,দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায়বিচার ও সমতার প্রতীক। ছাতক-দোয়ারার জনগণ পুরাতন আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে ইনসাফের প্রতীককে নির্বাচিত করতে আজ ঐক্যবদ্ধ। এই আসনের মানুষজনের মুখে ও কর্মে জামায়াতে ইসলামী’র দাঁড়িপাল্লার যে গনজোয়ার সৃষ্টি হয়েছে এটাই তার প্রমান।
সালাম মাদানী আরো বলেন, যদি জনগণ আমাদের পাশে থাকে, তবে আমরা এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নৈতিক উন্নয়নে কাজ করব। ছাতক ও দোয়ারাবাজার উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। ইতোমধ্যে ছাতক-দোয়ারাবাজার উপজেলাকে নিয়ে আমরা কিছু পরিকল্পনা প্রকাশ করেছি। জামায়াতে ইসলামী নির্বাচিত হলে সকল পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
জনগণের আমানত রক্ষা করাই আমাদের অঙ্গীকার। এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা: আব্দুল কুদ্দুস, উপজেলা জামায়াতের আমীর ডা: হারুন অর রশীদ, সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন।
এসময় উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়ারাবাজার উপজেলা হাসপাতালের সামন থেকে শুরু হওয়া প্রচার মিছিলটি দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয়,দোয়ারাবাজার থানা, ভূমি অফিস ও দোয়ারাবাজার পদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এক জনসভায় মিলিত হয়।



