সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে নিজের হাতেই নিজের লাগানো পোস্টার ছিঁড়ে প্রশংসায় ভাসছেন সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী।
শুক্রবার জুম্মার নামাজের পর পর তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ঝুলানো পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করার এমন কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর আগে, গত ১১ ডিসেম্বর সন্ধায় নির্বাচনী তফসিল ঘোষণার পর আচরণবিধি সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।
এতে শুক্রবার জুম্মার নামাজের পর ছাতক উপজেলা জামায়াতে ইসলামী’র কার্যালয়ের সামনে নিজ হাতে লাগানো পোস্টার সরান মাওলানা আব্দুস সালাম আল মাদানী।
এ সময় তাকে সহযোগিতা করেন জামায়াতে ইসলামী’র ( ছাতক-দোয়ারা) নির্বাচনী আসন পরিচালক কমিটির আহ্বায়ক ও জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, উপজেলা আমীর মাওলানা আকবর আলী, পৌরসভা আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমেদ, উপজেলা সেক্রেটারি হাফিজ জাকির হোসাইন, পৌরসভা সেক্রেটারি ডা. হেলাল উদ্দিন, পৌরসভা ওলামা বিভাগের সহসভাপতি মাওলানা শাহিন আহমেদ, পৌরসভা পেশাজীবী ফোরামের সেক্রেটারি মো. ইয়াসির আরাফাত প্রমুখ।
জামায়াতে নেতা মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন,“আমীরে জামায়াতের নির্দেশনা ও নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রথম দিনেই ছাতক–দোয়ারার প্রতিটি ইউনিয়ন থেকে ব্যানার, পোস্টার ও ফেস্টুন সরিয়ে ফেলার কাজ শুরু করেছি। আমি একজন প্রার্থী হিসেবে নিজে থেকেই এগিয়ে থাকতে চাই। তাই বিধি জারির সঙ্গে সঙ্গে আজ থেকেই সব প্রচার সামগ্রী, লাইটিং, পোস্টার, ফেস্টুন অপসারণ শুরু করেছি। ৪৮ ঘণ্টার মধ্যেই সবগুলো সরিয়ে ফেলা হবে।”
এসময় জামায়াতে ইসলামী ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



