Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • অন্যান
  • মাধবপুরে আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

মাধবপুরে আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

নভেম্বর ২৮, ২০২৫

মাধবপুরে আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

মাধবপুরে আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

মশিউর রহমান মুর্শেদ মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে আবুল সরকারের শাস্তির দাবিতে সর্বস্তরের মুসলিম জনতার উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মাধবপুর শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে কর্মসূচি শেষ হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন মাধবপুর ওলামা পরিষদের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন সাহেব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাধবপুর উপজেলা শাখার আহবায়ক সিরাজুল ইসলাম তানজিল, মৌলানা ইসমাইল , কামরুল ইসলাম খান প্রমুখ।

শেষে আখেরি মোনাজাত পরিচালনা করেন পশ্চিম মাধবপুর জামে মসজিদের খতিব মৌলানা মনিরুল ইসলাম।

এসময় স্লোগান দেন সৈয়দ মাহদী, ইমরান আহমেদ দিপু, হাফেজ আকরাম, ফারহান দিহান রনি সহ অনেকেই।

স্লোগান ছিল—

“বাউল ফাউল মুর্দাবাদ, এক আল্লাহ জিন্দাবাদ”

“ফাঁসি ফাঁসি চাই, আবুল সরকারের ফাঁসি চাই”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ইন্টারিম সরকারের প্রতি তাদের দাবি মাত্র একটি— আবুল সরকারের যথাযথ শাস্তি নিশ্চিত করা।

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদকারীরা তাদের দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *