নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলায় শিক্ষার্থী’দের শ্লীলতাহানির অভিযোগে এক মাদরাসা শিক্ষককে গণধোলাই দিয়েছেন এলাকাবাসী। অভিযুক্ত শিক্ষক মাওলানা ওমর ফারুক (৩৫) উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা মহিউসসুন্নাহ্ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
ঘটনাটি ঘটে রবিবার (২৬ অক্টোবর) দুপুরে ষাইটমারা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর মাদরাসাটি বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি। ছাত্রীটি জেগে উঠে চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যান। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী মাদরাসা চত্বরে গিয়ে তাকে ধরে গণধোলাই দেন। শিক্ষককের বিরোধে একাধিক অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরে পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় ওমর ফারুক’কে উদ্ধার করে পুলিশ হেফাজতে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে পাঠায়।
ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক বলেন, মেয়ের সঙ্গে যা করেছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর আগেও তার বিরুদ্ধে এমন অভিযোগ ছিল, কিন্তু অনেকে ভয়ে মুখ খুলতো না। আমরা তাকে সম্মান করতাম। কিন্তু এমন ঘৃণ্য কাজের কারণে শুধু তার নয়, সব মাদরাসার বদনাম হচ্ছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, উক্ত বিষয়ে অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
