Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সারাদেশ
  • রংপুর
  • ভারতীয় যুবক প্রেমের টানে হারাগাছে পুলিশী হেফাজতে ফিরে গেলেন নিজ দেশে

ভারতীয় যুবক প্রেমের টানে হারাগাছে পুলিশী হেফাজতে ফিরে গেলেন নিজ দেশে

জুলাই ৮, ২০২৫

ভারতীয় যুবক প্রেমের টানে হারাগাছে পুলিশী হেফাজতে ফিরে গেলেন নিজ দেশে

ভারতীয় যুবক প্রেমের টানে হারাগাছে পুলিশী হেফাজতে ফিরে গেলেন নিজ দেশে

রিয়াজুল হক সাগর, রংপুর: হাজার মাইল দূরের ব্যবধান আর সংস্কৃতি সবকিছুকেই হার মানিয়েছে ভালোবাসা। জাতীয়তার পার্থক্যও থামাতে পারেনি দুজন মানুষের হৃদয়ের টান। প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে প্রেমিকার সাথে দেখা করতে ছুটে আসেন সোহেল আলী নামে কলকাতা পশ্চিমবঙ্গের এক যুবক। কিন্তু বিবাহিত প্রেমিকার বাড়ীতে স্থানীয় লোকজনের হাতে ধরা পরায় ঘটে বিপত্তি। পরে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশী হেফাজতে ভারতীয় নাগরিক প্রেমিক সোহেল আলী বুড়িমারী স্থলবন্দর হয়ে নিজ দেশে চলে যায়।

সোমবার (০৭ জুলাই) দুপুরে লালমনিরহাট বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রবিবার দিনগত রাতে ভারতীয় নাগরিক সোহেল আলীকে (৩২) ইমিগ্রেশনে নিয়ে আসে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ। সোমবার সকালে ইমিগ্রেশনের মাধ্যমে ভারতীয় নাগরিক সোহেল বর্ডার পাড় হয়ে চেংরাবান্ধা ইমিগ্রেশনের চলে যায়। তিনি বলেন, ভারতীয় নাগরিক সোহেলের বিষয়ে হারাগাছ থানা পুলিশ বলতে পারবে।

এ বিষয়ে জানতে চাইলে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিসি ক্রাইম (উত্তর বিভাগ) মারুফ আহমেদ জানান, ভারতের কলকাতার পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদের কবলদিতলা গ্রামের মরজেম মন্ডলের ছেলে সোহেল আলীর সঙ্গে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার এক বিদেশ প্রবাসীর স্ত্রীর অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক বছরের বেশি সময়ের ধরে অনলাইনে তাদের দুইজনের কথা বার্তা হয়।

শুক্রবার ৪ জুলাই ভারতীয় নাগরিক সোহেল পাসপোর্ট ও ভিসার মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে রাজশাহীর পবা উপজেলায় মামাতো ভাই রফিকের বাড়িতে ওঠেন। সেখান থেকে শনিবার ৫ জুলাই রাত ১১ টার দিকে সোহেল প্রেমঘটিত সম্পর্কের সূত্র ধরে হারাগাছে প্রেমিকা বিদেশ প্রবাসীর স্ত্রীর সাথে দেখা করতে আসেন। স্থানীয় লোকজন টের ভারতীয় নাগরিকের অবস্থান টের পেয়ে সেনাবাহিনীকে জানায়। খবর পেয়ে রাতেই ওই নারীর বাড়ী থেকে ভারতীয় নাগরিক সোহেলকে আটক করে সেনাবাহিনী। পরে রবিবার হারাগাছ থানা পুলিশের কাছে ভারতীয় নাগরিক সোহেলকে হস্তান্তর করে সেনাবাহিনী। খবর পেয়ে রাতে হারাগাছ থানায় সোহেলের খোঁজ নিতে আসেন রাজশাহী পবার উপজেলার স্বজনরা।

রাজশাহী পবার ডাঙ্গিপাড়া গ্রামের রাফিক মিয়া বলেন, ভারতীয় নাগরিক সোহেল তার মামাতো ভাই। শনিবার ৫ জুলাই সে রাজশাহীতে যাওয়ার কথা বলে বের হয় এবং রাতে মোবাইলে জানায় রংপুরে আছে। পরদিন সকালে সেনাবাহিনীর মাধ্যমে জানতে পারেন সোহেল প্রেমঘটিত পরকীয় করতে গিয়ে প্রেমিকার বাড়ীতে ধরা পরেছে। তিনি বলেন, সোহেল বিবাহিত এবং সে ভারতে প্রাইভেট গাড়ী চালক। বাংলাদেশে আত্মীয়ের বাড়ীতে বেড়াতে এসে সোহেলের প্রেমঘটিত পরকীয় করাটা ঠিক হয়নি। সে যেমন কাজ করেছে তেমন ফল পেয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিসি ক্রাইম (উত্তর বিভাগ) মারুফ আহমেদ বলেন, ওই নারী থানায় হাজির হয়ে পুলিশকে জানিয়েছে আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে তার কোন অভিযোগ নাই। পরে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রবিবার দিনগত রাতে থানা পুলিশের হেফাজতে ভারতীয় নাগরিক সোহেলকে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনে কাছে পৌছে দেওয়া হয়েছে। সেখান থেকে সে নিজ দেশে চলে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *