সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): ভারতের কারাগার হতে মুক্তিপ্রাপ্ত ২২ জন বাংলাদেশী নাগরিক স্বদেশ প্র্যাবাসন করেছেন।
আজ শুক্রবার (৮ আগস্ট) বিকাল ৫ ঘটিকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ তামাবিল আইসিপি দিয়ে ভারতের কারাগার হতে মুক্তিপ্রাপ্ত এই ২২ জন বাংলাদেশী নাগরিকদের প্রত্যাবাসন কার্যক্রম ট্রাভেল পারমিটের মাধ্যমে সম্পন্ন হয়।
শুক্রবার সন্ধায় এক প্রেসবিজ্ঞপ্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশী ইমিগ্রেশন পুলিশের নিকট তাদের হস্তান্তর করে। পরবর্তীতে তামাবিল ইমিগ্রেশন পুলিশ তাদের অভিভাবকের নিকট ২২ জন নাগরিককে হস্তান্তর করে।
তারা হলেন,১। নেত্রকোনা জেলার, মদন থানার মান্দারাওয়া এলাকার পিজুষ তালুকদার এর পুত্র রনি তালুকদার (২৭), ২। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই গ্রামের মাসহিরুল হোসেন’র পুত্র শাহরিয়া আহমেদ শাওন ওরফে সাকিব হোসেন-(১৬),৩। সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাওরবাক দক্ষিন,চারিখাতা এলাকার শরিফ উদ্দিন’র পুত্র মারজান হোসেন (১৭),৪।বিমানবন্দর থানার বাঁশতলা এলাকার জব্বার মিয়া’র পুত্র মোবারক হোসেন (১৭), ৫। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বৈশটিলা লাখাউড়া এলাকার বিল্লাল হোসেন’র পুত্র মোঃ নুর আমিন (১৭), ৬। কানাপাড়া,আসাদৌল্লাহ এলাকার আলমগীর হোসেন’র পুত্র মোঃ কাওছার আলী (১৭), ৭। সিলেটের বিয়ানীপাড়া থানার টিলাপাড়া গ্রামের মো: মিজানুর রহমান’র পুত্র একরামুর রহমান সায়েম (১৬), ৮। নেত্রকোনা জেলার মদন থানার মান্দারাওয়া গ্রামের পিজুষ তালুকদারের পুত্র মোছাঃ পান্না তালুকদার (১৬) ও ৯। মোছাঃ মিতু তালুকদার (১৫), ১০। সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার সলেমানপুর গ্রামের বিমল চন্দ্র সরকার’র পুত্র মোছাঃ পপি রানী ওরফে পপি সরকার (১৬), ১১। যশোর জেলার কোতোয়ালি থানার মিরাপুর গ্রামের সাব্বির রহমান’র পুত্র মোছাঃ কাশফিয়াতুর নুর (১৭), ১২। নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বরাইন্ড গ্রামের সুকেশ মোহনায়ক’র পুত্র স্বপ্ন মোহনায়ক ওরফে ওয়ারকো মোহনায়ক (০৭) ও ১৩। সেজুতি মোহনায়ক ঝিনুক ওরফে শেরজয়ী মোহনায়ক (১০), ১৪। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার লামাগ্রাম,উত্তর রণিখাই এলাকার তাজু মিয়া’র পুত্র মোঃ ইসলাম উদ্দিন (২৫), ১৫। জামালপুর জেলার সরিষাবাড়ি থানার বিন্নাফার, মালিপাড়া এলাকার আব্দুল জলিল এর পুত্র মোঃ শামিম মিয়া (৩৫), ১৬। বগুড়া জেলার সারিয়াকান্দি থানার বিরাম পানাগাছি, তলিগাড়ি গ্রামের আন্নু খাঁ’র পুত্র মোঃ হাসান আলী (৩৫), ১৭। নেত্রকোনা জেলার মদন থানার জয় বাংলাবাজার এলাকার রমনী তালুকদার এর পুত্র সুবেন্দ্র শেখর তালুকদার (২২) ও ১৮।
পিযুষ তালুকদার ওরফে পিযুষ্ট তালুকদার (৬০),১৯। কলমাকান্দা থানার বাসাউড়া গ্রামের মৃ: কমলাকান্ত সাহা এর পুত্র প্রনয় সাহা (৪৫), ২০। বিশ্বপ্রসাদ গ্রামের মৃত সুনিল চন্দ্র দাস’র পুত্র উদয় দাস (২৫), ২১। বরাইন্ড গ্রামের মৃত গনেশ চন্দ্র মোহানায়ক এর পুত্র নারায়ণ মোহনায়ক (৫৫), ২২। নারায়ণ মোহানায়ক এর স্ত্রী সরস্বতী মোহনায়ক (৫০)।
উল্লেখ্য, প্রর্তাবাসনকৃত বাংলাদেশী নাগরিকরা বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করলে ভারতীয় বিএসএফ ও আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পর দীর্ঘদিন কারাগারে বন্দি ছিলেন। দীর্ঘদিন কারাভোগের পর আজ ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশী আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করেন।