Shopping cart

মাধবপুরে ১ হাজার পিস মাদক কারবারি আটক

ডিসেম্বর ২০, ২০২৫

মাধবপুরে ১ হাজার পিস মাদক কারবারি আটক।

মাধবপুরে ১ হাজার পিস মাদক কারবারি আটক।

মশিউর রহমান মুর্শেদ মাধবপুর: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল অভিযান চালিয়ে মনতলা এলাকার বহরা ইউনিয়নের দুর্লভপুর সোনাই নদীর ব্রিজের ওপর থেকে খুরশিদ আলম (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে। অভিযানের সময় তার হেফাজত থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক ফেরদৌস আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশি করলে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার হয়।

আটক খুরশিদ আলম মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের বাসিন্দা।তার পিতার নাম মন্নু মিয়া। স্থানীয়ভাবে তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলেও প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তুফা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *