নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে বিদেশি জি-৩ রাইফেল, ম্যাগাজিন ও দেশীয় অস্ত্র, গোলাবারুদ’সহ মোহাম্মদ সাজেদ নামে একজনকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ।
রবিবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইছার হামিদ এর নেতৃত্বে এসআই মহসিন চৌধুরী পিপিএম’র সঙ্গীয় পুলিশ টিমের অভিযানকালে উপজেলার বড় ডেইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক-মোহাম্মদ সাজেদ (২৫) বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল গ্রামের আব্দু শুক্কুরের ছেলে।
দুপুরে অভিযানের বিষয়ে ব্রিফিংকালে.. মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইছার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদ সাজেদ দীর্ঘদিন ধরে বিদেশি রাইফেল ও অস্ত্র পাচার করে মহেশখালী’র ডাকাত দলকে সরবরাহ করে আসছিল, যা লবণ মাঠ জবরদখলে বা বড় ধরনের অপরাধ সংঘটিত ঘটনায় ব্যবহার হতো। বিষয়টি জানতে পেরে থানা পুলিশ সদস্যরা অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য তার বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও, এসময় তার বসতঘর তল্লাশি করে বস্তায় মোড়ানো ১টি বিদেশি জি-৩ রাইফেল ও ম্যাগাজিন, ১০ রাউন্ড তাজা গুলি এবং ৩টি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়াও মহেশখালী থানায় ওসি কাইছার হামিদ যোগদানের পর থেকে এসআই মহসিন চৌধুরী পিপিএম চৌকস নেতৃত্বে গত মাসে ৪৪টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, বিদেশী রাইফেল, দেশী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সর্বউচ্চ রেকর্ডে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন পুলিশ টিম। যা রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ায় তাঁর কর্মকাণ্ডের খ্যাতি জনসাধারণের মুখে মুখে।