Shopping cart

মাধবপুরে এক হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেফতার 

নভেম্বর ৫, ২০২৫

মাধবপুরে এক হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেফতার।

মাধবপুরে এক হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেফতার।

মশিউর রহমান মুর্শেদ মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ দুইজন নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গকুলনগর গ্রামের শাহাব উদ্দিনের স্ত্রী সেলিনা বেগম (৫৫) ও একই গ্রামের হামিদ মিয়ার মেয়ে হেপি আক্তার (৩৫)।

মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) বিকেলে মাধবপুর থানার অধীনে ২নং চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকার চৌমুহনী থেকে ধর্মঘরগামী পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কাশিমনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, সন্দেহভাজন অবস্থায় দুইজন নারীকে আটক করে বিধি মোতাবেক মহিলা পুলিশের মাধ্যমে দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে লাল স্কচটেপ ও পলিথিনে মোড়ানো ৫০০ পিস করে মোট ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক দুই নারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন, “মাদক সমাজ ধ্বংসের অন্যতম কারণ। মাদক নির্মূলে মাধবপুর থানা ও হবিগঞ্জ পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন আছে।”

ওসি আরও জানান, উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং কেউ এই অপকর্মে জড়িত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *