দোয়ারাবাজার (সুনামগঞ্জ): জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নবগঠিত আহ্বায়ক কমিটি’র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিকালে দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলা ছাত্রদলের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
ইউপি সদস্য আব্দুল আজিজ আয়াত আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা জিসাস এর আহ্বায়ক মাসুক মিয়া, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব নুর উদ্দিন আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাব উদিন সিহাব।
দোয়ারাবাজার উপজেলা জিসাসের যুগ্মআহ্বায়ক রাকিব আলী’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দোয়ারা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভুট্টুা,জিসাস এর দোয়ারাবাজার উপজেলা শাখার যুগ্মআহ্বায়ক জুবায়ের হোসেন মোফাজ্জল, দোয়ারা সদর ইউপি সদস্য কাছম আলী, মান্নারগাঁও ইউনিয়ন বিএনপি নেতা নুর উদ্দিন আহমদ,দোহালিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মুজিবুর রহমান,সদর ইউপি বিএনপি নেতা আবু তালেব,দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নূরুল আমিন , দোয়ারাবাজার উপজেলার সাংস্কৃতিক জগত ও জিয়া সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।
সভায় বক্তারা বলেন, জিয়া সাংস্কৃতিক সংসদ (জিসাস) দোয়ারাবাজার উপজেলা শাখা দেশের সাংস্কৃতিক জগতকে এগিয়ে নিতে সদা সর্বদা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। আমাদের সাংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে। আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গনে বাংলাদেশের প্রেসিডেন্ট শহিদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদান কখনো ভুলার মতো নয়। খালেদা জিয়া এ দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন আমাদের সাংস্কৃতিক অঙ্গন বিশ্বের সব দেশের কাছে পরিচিতি লাভ করে।
এছাড়া আমাদের সাংস্কৃতিক জগতকে এগিয়ে নিতে খালেদা জিয়া সব সময় কাজ করে গেছেন। মাঝখানে স্বৈরাচার সরকারের আমলে এ সংস্কৃতিতে বড় ধরনের ভাটা পড়লেও আমাদের জিয়া সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে আমরা সেই ভাটা কাটিয়ে আবার বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো ইনশাআল্লাহ।