দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে কবির উদ্দিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছে।
তিনি ইউনিয়নের সোনাপুর গ্রামের নুর আলীর পুত্র।
স্থানীয় প্রত্যক্ষদূর্শী সূত্রে জানা যায়, বুধবার(২৩ জুলাই)দুপুরে সোনাপুুর গ্রামের দুই পক্ষের মধ্যে জমিজমা সক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে কবির উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পূর্বেই ঘটনার স্থলে মারা যান।
এ ঘটনায় দু’পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছে।
এবিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন,আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত তদন্তের পর ব্যবস্থা গ্রহণ করা হবে।