জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবিতা বিনতে আজাদ শিফা বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর একজন হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁকে এই স্বীকৃতি দিয়েছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম। “ভিজিবল পাওয়ার ফিমেল লিডারশিপ” ক্যাটাগরিতে পাওয়া এই অর্জন বাংলাদেশের জন্য এক বিরল সম্মান।
শিফার বেড়ে ওঠা ছিল স্বপ্নময়। শৈশবে ক্যালেন্ডারে দেখা অরোরা আলো সরাসরি দেখার ইচ্ছে থেকেই তাঁর বিশ্বভ্রমণের নেশার শুরু। সেই নেশাই তাঁকে নিয়ে গেছে রাশিয়া, ইউরোপ, এশিয়া, এমনকি আর্কটিকের সীমান্তেও। পথে পথে সংগ্রহ করেছেন বিরল কিছু স্বীকৃতি ও অভিজ্ঞতা।
শিফা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। তাঁর বাবা আবুল কালাম আজাদ (লুমুম্বা বিশ্ববিদ্যালয়, বর্তমান নাম: পিপল’স ’ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়া’ – RUDN University) জাতিসংঘের দুইবারের স্কলারশিপ প্রাপ্ত এবং মা সোহরাত বেগমের অনুপ্রেরণায় শিফার যাত্রা শুরু হয়।
পরবর্তীতে তিনি জবি থেকে স্নাতকোত্তর শেষ করে ভারতের নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটিতে গবেষণা কাজ করেন এবং ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে (UITS) প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
শিক্ষাজীবনের পাশাপাশি তিনি ভলান্টিয়ার কাজ, নেতৃত্ব প্রশিক্ষণ এবং যুব উন্নয়নে যুক্ত হন। প্রতিষ্ঠা করেছেন ‘ভিলেজ ইমপাওয়ারমেন্ট’ নামের একটি প্ল্যাটফর্ম, যেখানে সারা দেশের তরুণ-তরুণীরা একসঙ্গে কাজ করছে।
শিফা বলেন, “ঢাকার সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম থেকেই স্কিল ডেভেলপমেন্ট শুরু করতে হবে। নেগেটিভিটি বাদ দিয়ে স্বপ্নকে বড় করে তুলতে হবে।”
তিনি ইতোমধ্যে রাশিয়ার একাধিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯-২০ সালে টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনাল স্পিচ কন্টেস্টে বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন হয়ে এশিয়ার বিভিন্ন দেশে সেমিফাইনালেও অংশ নেন। বাংলাদেশে প্রথম অ্যাডভান্সড টোস্টমাস্টার্স ক্লাবের নারী প্রেসিডেন্ট ছিলেন তিনি।
সামনের পরিকল্পনা প্রসঙ্গে শিফা জানান, ২০২৭ সালের মধ্যে Village Empowerment-এর মাধ্যমে এক লাখ শিক্ষার্থীকে যোগাযোগ, উপস্থাপন ও বক্তৃতা দক্ষতায় প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য তাঁর।