দোয়ারাবাজার(সুনামগঞ্জ): এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে (তারুণ্যের উৎসব ২০২৫) তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু।
উপজেলার বিভিন্ন ছাত্র সংগঠন,বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম’র পরিচালনায় অনুষ্ঠানে তরুণদের ভবিষ্যৎ পরিকল্পনা উদ্দীপ্ত হওয়ার জন্য বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবু সালেহীন খাঁন।
তরুণরা কেমন বাংলাদেশ চায় এমন ভাবনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি শাহাবুদ্দিন শিহাব, উপজেলার কলাউড়া মাদ্রাসা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য সোহেল মিয়া,সাংবাদিক মামুন মুন্সি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার সুশান্ত কুমার সিংহ, এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ,কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন,শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য এম এ মোতালিব ভূইয়া,সাংবাদিক সুমন আহমদ,ইসমাঈল হোসেন,হারুনুর রশীদ, ফারুক আহমদ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী প্রমুখ।