Shopping cart

  • Home
  • আন্তর্জাতিক
  • ‘আমাদের আরও সাহায্য দরকার’ আফগানিস্তানে বাড়ছে ভূমিকম্পে মৃতের সংখ্যা

‘আমাদের আরও সাহায্য দরকার’ আফগানিস্তানে বাড়ছে ভূমিকম্পে মৃতের সংখ্যা

সেপ্টেম্বর ২, ২০২৫

‘আমাদের আরও সাহায্য দরকার’ আফগানিস্তানে বাড়ছে ভূমিকম্পে মৃতের সংখ্যা।

‘আমাদের আরও সাহায্য দরকার’ আফগানিস্তানে বাড়ছে ভূমিকম্পে মৃতের সংখ্যা।

স্টাফ রিপোর্টার: পূর্ব আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। কুনারের আসাদাবাদ এলাকায় প্রাদেশিক হাসপাতালে কর্মরত এক চিকিৎসক বিবিসিকে জানান, “হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে। আমাদের তাঁবু ও ওষুধ প্রয়োজন। রেড ক্রস সহায়তা করছে, তবে এটি যথেষ্ট নয়। আমাদের আরও সাহায্য দরকার।”

তিনি আরও জানান, তার ছোট হাসপাতালেই ইতোমধ্যে ২০০ জনের বেশি আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। যদিও কিছু দেশ ত্রাণ সহায়তার আশ্বাস দিয়েছে, তবে এখনো কার্যত কিছুই পাওয়া যায়নি। চিকিৎসকের ভাষায়, “আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তালেবানের সঙ্গে মতপার্থক্য পাশে রেখে মানবিক দিকটি বিবেচনা করা এবং জরুরি সহায়তা পাঠানো।”

জাতিসংঘের মানবিক সংস্থার প্রাথমিক প্রতিবেদন অনুসারে, রবিবার গভীর রাতে আঘাত হানা ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ৮০০ জনের মৃত্যু হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *