Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

শান্তিগঞ্জে ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন-২৫ অনুষ্ঠিত 

আগস্ট ২৪, ২০২৫

শান্তিগঞ্জে ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন-২৫ অনুষ্ঠিত।

শান্তিগঞ্জে ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন-২৫ অনুষ্ঠিত।

মোঃ ইমরানুল হাসান সুনামগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থীর ভোট কেন্দ্রের প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন-২৫ অনুষ্ঠিত হয়েছে।

২৩শে আগস্ট শনিবার সকাল ১০ ঘটিকার সময় স্থানীয় শান্তিগঞ্জ বাজারস্থ মাহবুবা কমিউনিটি সেন্টারে আয়োজিত হয় ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন-২৫।

উক্ত সম্মেলনে জেলা ও স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত থেকে নির্বাচনী কার্যক্রমে ভোটকেন্দ্র প্রতিনিধিদের দিকনির্দেশনা প্রদান করেন।

আলোচকবৃন্দ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র প্রতিনিধি‌দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা জনগণের ভোটাধিকার রক্ষা এবং সুষ্ঠু নির্বাচনে কাজ করবেন।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-৩ শান্তিগঞ্জ ও জগন্নাথপুর আসনের এমপি পদপ্রার্থী এডভোকেট ইয়াসিন খাঁন, নির্বাচনী আসন পরিচালক ও জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি ও কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা কবির আহমদ, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফিজ আবু খালেদ, সুনামগঞ্জ জেলা তারবিয়াত সেক্টেটারী মাওলানা হাবিবুর রহমান,শান্তিগঞ্জ উপজেলা সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন, এডভোকেট আসাদুজ্জামান আসাদ,বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি রায়েজ নূর, সেক্রেটারি মামুন আহমদ ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আফসার আহমাদ সহ উপজেলার ৯ টি সাংগঠনিক শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সহ আগত ৪ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *