দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক লক্ষিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হককে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন হামলার ঘটনায় দায়ের করা মামলায় রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দোয়ারাবাজার উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।
রবিবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদুল হক।



