Shopping cart

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের বিজয় দিবস উদযাপন 

ডিসেম্বর ২২, ২০২৫

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের বিজয় দিবস উদযাপন।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের বিজয় দিবস উদযাপন।

শেখ জাহান রনি, সংযুক্ত আরব আমিরাত (দুবাই) প্রতিনিধি: বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতি ও বিজয়ের চেতনা ছড়িয়ে দিতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের উদ্যোগে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

গতকাল (২১ ডিসেম্বর) রবিবার সংযুক্ত আরব আমিরাতে শারজাহ ন্যাশনাল পার্কে দিনব্যাপী এই উৎসব মুখর অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে আয়োজনে ছিল বৈচিত্র্যময় সব প্রতিযোগিতা। এর মধ্যে শিশুকিশোরদের জন্য বাংলা কবিতা আবৃত্তি,বিজয় দিবসের থিমে চিত্রাঙ্কন, সুন্দর বাংলা হাতের লেখা,শিশুদের জন্য যেমন খুশি সাজো প্রবাসী নারীদের জন্য আনন্দদায়ক খেলাধুলা।

সংগঠনের সভাপতি লাবন্য আদিলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপদেষ্টা ইয়াসমিন ইসলাম মেরুন, ফাতিমা আহাদ এবং বাংলাদেশ লেডিস ক্লাবের প্রতিষ্ঠাতা লিজা হোসাইন।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, লায়লা রুবাইয়াত, নাসরিন সুলতানা, নাজমুন নাহার বুবলী, সারবিন তন্বী, সাইয়েদা নওরিন, মারিয়ুম মুহাম্মদ, অর্কিড পরী, কাজি হিনা ও

বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্লাবের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, প্রবাসের ব্যস্ত জীবনের মাঝে এ ধরণের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে এবং শিশুদের মনে দেশপ্রেম জাগ্রত করে। দিনভর আনন্দ-আড্ডা আর বিজয়ের উল্লাসে মেতে ছিলেন উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *