সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন কেরআন শরিফে সূরা ফিলে বর্নিত এবং ইসলামিক বিশ্বাস অনুযায়ী, আবাবিল ছিল একদল অলৌকিক পাখি, যারা আল্লাহর নির্দেশে কাবা শরীফকে ধ্বংস করতে আসা আব্রাহার হস্তিবাহিনীকে আক্রমণ করেছিল। এই পাখিরা তাদের ঠোঁটে ও পায়ের নখরে ছোট ছোট কঙ্কর নিয়ে এসেছিল এবং সেগুলো আবরাহার বাহিনীর ওপর নিক্ষেপ করেছিল, যার ফলে ঐ বাহিনী সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। রক্ষা হয়েছিলো কাবা ঘর। এটি ছিল আল্লাহর একটি অলৌকিক কাজ। ছোট পাখি আবাবিল। এই ছোট পাখিই ছিল নিপীড়িত মক্কাবাসীর মুক্তির দূত। তেমনি দোয়ারাবাজার উপজেলার লক্ষিপুর ইউনিয়নে আলো ছড়াচ্ছে সামাজিক সংগঠন আবাবিল ইসলামি যুব সংঘ। একঝাঁক তরুনদের হাতে পরিচালিত এই সংগঠনটির সেবামূলক সামাজিক কর্মকান্ডে প্রশাসনের নজর কেড়েছে। এলাকার উপর বিরুপ প্রভাব পড়বে এমন প্রতিটা কাজ প্রতিরোধেও তাদের ঐক্যবদ্ধ ভূমিকা লক্ষ করা গেছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দোয়ারাবাজার উপজেলার লক্ষিপুর ইউনিয়নের সামাজিক সংগঠন আবাবিল ইসলামি যুব সংঘ কর্তৃক আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে (বিনামূল্যে চিকিৎসা সেবা) প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ এসব কথা বলেন।
তিনি বলেন, লক্ষিপুর ইউনিয়নের আবাবিল ইসলামি যুব সংঘ’র অর্থায়নে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। তাদের মাধ্যমেই মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে, তা সত্যিই প্রশংসার কাজ। তারা রোগিদের চিকিৎসায় আর্থিক সহযোগিতা দিচ্ছে, অসহায় পরিবারের পুনবার্সনে সহযোগিতা করে আসছে। আজ তারা এলাকার নিম্ন আয়ের, সুবিধাবঞ্চিত মানুষদের ফ্রিতে চিকিৎসা সেবার আয়োজন।এগুলা সামাজিক উন্নয়নমূলক কাজ সত্যিই সমাজকে পরিবর্তনে ভূমিকা রাখবে। বক্তব্যে তিনি আবাবিল ইসলামি যুব সংঘের ভবিষ্যৎ কর্মসূচীগুলোতে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আসাদুল্লাহ।
বক্তব্য রাখেন,সমাজসেবক মিরাজ আলী মাষ্টার, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য হারুন অর রশীদ, ডাঃ আব্দুল করিম, সমাজসেবক আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোবারক হোসাইন।
এতে রক্তের গ্রুপ নির্নয়সহ এলাকার প্রায় ২হাজার মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে সংগঠনটি।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কার্যালয়ের পক্ষ হতে ৫ জন সুবিধাবঞ্চিত পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করা হয় এবং সংগঠনের পক্ষ হতে একজন ক্যান্সারে আক্রান্ত রোগি ও একজন প্রতিবন্ধি রোগিসহ তিনজনকে রোগির হাতে আর্থিক সহায়তার চেক তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরিশেষে, আবাবিল ইসলামি যুব সংঘের পক্ষ থেকে ইউএনও অরুপ রতন সিংহকে সম্মাননা ক্রেষ্ট তুলেদেন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় সংগঠনের সেক্রেটারি দেওয়ান আলী,সমাজকর্মী মোফাজ্জল হোসেন এবং অন্যান্য সদস্য, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের বাসিন্দারা উপস্থিত ছিলেন।