Shopping cart

এবার রাসেল ভাইপার কে কামড়ালেন ৫৫ বছরের বৃদ্ধা।

অক্টোবর ১১, ২০২৪

রাসেল ভাইপারের কামড়ে আক্রান্ত কুদ্দুস খান নামের (৫৫) এক ব্যক্তি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়েছেন। যে সাপ তাকে কামড়ে দেয় সেটাকে পিটিয়ে মেড়ে সঙ্গে নিয়েই তিনি হাসপাতালে আসেন। পরে চিকিৎসকরা চিহ্নিত করেন সাপটি রাসেল ভাইপার। পরে তাকে অ্যান্টি ভেনম দেয়া হয়।

জানা গেছে, বৃহস্পতিবার ‘১০ অক্টোব’ ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যা’মকুড় গ্রামে এই ঘটনা ঘটে। কুদ্দুস খান জানান, সন্ধ্যায় বাড়ির পাশে ইছামতী নদীতে টেটা দিয়ে মাছ ধরছিলেন । এ সময় তার বা পায়ে কি যেনো কামড় দেয়। এ সময় হাতে থাকা মাছ ধরার টেটা দিয়ে পিটিয়ে সাপটি মেরে ফেলেন মনে (হইছিলো তাকেই কামড়াই)।

পরে তিনি মহেশপুর ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করলে তাদের কাছে সাপে কাটা কোনো অ্যান্টি ভেনম নেই বলে জানান। পরে রাত সাড়ে তিনটার দিকে যশোর হাসপাতালে ভর্তি হন। রাত চারটার দিকে অ্যান্টি ভেনম দেয়া হয়।

যশোহর সদরে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের চিকিৎসক সাজ্জাদুল করিম বলেন, গভীর রাতে সাপসহ এক ব্যক্তি হাসপাতালে আসেন। সাপটা দেখে রাসেল ভাইপার বলে চিহ্নিত করি। সেই হিসেবে তাকে অ্যান্টি ভেনম দেয়া হয়েছে। তারপরও আক্রান্ত স্থানেসামান্য ক্ষত সৃষ্টি হয়েছে। আমরা পর্যাপ্ত পর্যবেক্ষণে রেখেছি (কুদ্দুস) রোগীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *