ফের বয়াবহ দাবানল দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। অঙ্গরাজ্যটির ওয়েস্ট লাইলাক রোড থেকে শুরু হওয়া এই আগুন স্থানীয় সময় মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে সান দিয়েগো কাউন্টিতে ছড়িয়ে পড়েছে।
সেই সাথে যুক্ত হয়েছে তীব্র থেকে তীব্র বাতাস, আর এই বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অগ্নি পাত অঞ্চলটির বিভিন্ন এলাকা।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ৮৫ একর জায়গাজুড়ে আগুন জ্বলছে। দাবানলের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে এলাকাটির বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। নিরাপদে সরে যেতে নির্দেশ দেয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের।
এরইমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।
এর আগে, ১০ দিনের বেশি সময় ধরে দাবানলে পুড়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। বাতাসের গতি ধীরে ধীরে কমতে থাকায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপরই আশ্রয়কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরতে শুরু করেন বাসিন্দারা। কিন্তু ধ্বংসাবশেষ আর বশ্ম ছাড়া আর কিছুই মেলেনি লস আ্যাঞ্জেলেসের বাসিন্দাদের।