স্টাফ রিপোর্টার: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন, তার বেশিরভাগকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের আপিল আদালত। খবর রয়টার্স।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, এ ধরনের নতুন শুল্ক আরোপ আইনি জটিলতা সৃষ্টি করতে পারে। জরুরি অর্থনৈতিক ক্ষমতার অধীনে ট্রাম্প যে পদক্ষেপ নিয়েছিলেন, তা আইনের সঙ্গে সাংঘর্ষিক। বিচারকদের মতে, শুল্কারোপের ক্ষমতা কেবলমাত্র কংগ্রেসের হাতে রয়েছে; প্রেসিডেন্টের নয়।
তবে আদালতের এই রায় সঙ্গে সঙ্গে কার্যকর হবে না। আগামী ১৪ অক্টোবর বিষয়টি সুপ্রিম কোর্টে ওঠার পর চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।
রায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এ সিদ্ধান্ত বহাল থাকলে যুক্তরাষ্ট্র ভয়াবহ ক্ষতির মুখে পড়বে।