ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাতক উপজেলা উত্তর আদর্শ শাখা’র উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণ ২’শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (১০ আগষ্ট) বিকালে ছাতক উপজেলার শিবিরের কার্যালয়ে এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়।
ইসলামী ছাত্রশিবিরের ছাতক উপজেলা উত্তর আদর্শ শাখার সভাপতি আফজাল হোসাইন’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শিবিরের সভাপতি শাহিন আহমদ।
বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলা শিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন, সাবেক জেলা সভাপতি হাফিজ জাকির হোসাইন সাবেক জেলা সভাপতি ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, সাবেক জেলা সভাপতি মনিরুজ্জামান পিয়াস, সাবেক উত্তর আদর্শ শাখার সভাপতি হাফিজ বিলাল হোসেন ও ইসলাম উদ্দিন,সাবেক ছাতক পৌর সভাপতি মাওলানা জামিল আহমদ।
এসম ছাত্রশিবির নেতা নাসিম আহমদ, সাকিব আহমদ, সিদ্দিক আহমেদ, রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন নেতৃবৃন্দ এবং সংবর্ধনা স্বরূপ ক্রেস্ট প্রদানের পাশাপাশি সার্টিফিকেট ও বই খাতা প্রদান করা হয়।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।