স্টাফ রিপোর্টার: দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা এখন থেকে দশম গ্রেড অনুযায়ী বেতন পাবেন। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সারাদেশের ৬৫ হাজার ৫০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল পূর্বের ১১তম (প্রশিক্ষণপ্রাপ্ত) ও ১২তম গ্রেড (প্রশিক্ষণবিহীন) থেকে উন্নীত হয়ে দশম গ্রেডে নির্ধারণ করা হয়েছে।
এতে আরও বলা হয়, শিক্ষকদের আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধি শিক্ষার মানোন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন উন্নীত করার পর, একই নীতিতে দেশের সব প্রধান শিক্ষকের জন্যও এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
সরকার মনে করে, এই পদক্ষেপ শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণ করার পাশাপাশি তাদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করবে। এর ফলে তারা শিক্ষাক্ষেত্রে আরও সৃজনশীল ও উদ্দীপ্তভাবে কাজ করতে পারবেন, যা প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।