সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেছেন, আত্মকর্মসংস্থানের অন্যতম মাধ্যম হচ্ছে পশুপালন ও খামার করা। মানুষের দৈহিক চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে দেশের প্রাণিসম্পদের বিশেষ ভূমিকা রয়েছে। তাই আমাদের সমাজে সকল শ্রেণি-পেশার মানুষের উচিত সময় ও সুযোগ বের করে পতিত অনাবাদি জমি চাষাবাদ ও পশুপালন করা। এতে নিজেদের চাহিদার পূরণের পাশাপাশি দেশের অর্থনৈতিক চাপও কমবে।
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্য নিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় দোয়ারাবাজার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক বুধবার (২৬ নভেম্বর) আয়োজিত জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী -২০২৫ উদ্বোধনে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা ভেটেরিনারি হাসপাতালের সামনে বর্ণাঢ্য শোভাযাত্রা পরবর্তী ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। পরে প্রদর্শনীতে আগত উদ্যোক্তাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.এস এম এমদাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন।
অন্যান্যদের মধ্যে উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর,উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী মাওলানা সিদ্দিকুর রহমান, উদ্যোক্তা ও খামারীদের মধ্যে নুর উদ্দিন রাখেন।
এসময় বক্তারা বলেন, লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধে টিকা, ক্ষুরা রোগ (এফএমডি) নির্মূলে নির্দিষ্ট অঞ্চলে জোনিং কার্যক্রম এবং ছাগলের পিপিআর রোগ নিয়ন্ত্রণে টিকা প্রয়োগ করা হয়েছে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন মাধ্যমে আধুনিক প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদন, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি, আন্তর্জাতিক মান অর্জন এবং সরকারি–বেসরকারি সমন্বয় আরও জোরদার হবে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও জনগণকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বক্তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ উপলক্ষে হাসপাতাল চত্বরে প্রদর্শনীতে উদ্যোক্তা ও খামারীরা ২৫ টি স্টলে গবাদিপশু পাখি, হাঁস মুরগি প্রদর্শন করে। অতিথিরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।



