নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে নবী হোসেন মিয়া (২৬) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। বুধবার ভোররাত পৌনে ৪টার দিকে উপজেলার দড়ি বিশনন্দী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নবী হোসেন উপজেলার উচিৎপুরা গ্রামের রূপ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে প্রায় ১৮–২০ জনের একটি ডাকাত দল বিশনন্দী ইউনিয়নের কয়েকটি বাড়িতে হানা দেয়। অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান আসবাবপত্র লুট করে নেয় তারা। পরে ইলিয়াছ মিয়ার বাড়িতে ঢোকার সময় তার স্ত্রী কুলসুম আক্তার বাধা দিলে ডাকাতরা তাকে গুরুতর আহত করে।
ডাকাতির খবর গ্রামে ছড়িয়ে পড়লে কয়েক শত মানুষ ডাকাতদের ধাওয়া করে। এসময় ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলেও নবী হোসেন পা পিছলে পড়ে যায়। তখন গ্রামবাসী তাকে ধরে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে বেশ কিছু ধারালো অস্ত্র জব্দ করে। আহত কুলসুম আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, নিহত নবী হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় ডাকাতির প্রবণতা বেড়ে গেছে। প্রায়ই রাতে ডাকাত দল বিভিন্ন বাড়িতে হানা দিয়ে লুটপাট করছে। গ্রামবাসী পাহারা দিলেও আতঙ্ক কমছে না। এর আগে ৮ সেপ্টেম্বর একই এলাকায় ডাকাত সন্দেহে আরেক যুবক গণপিটুনিতে নিহত হয়েছিলেন।



