Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • শিক্ষাঙ্গন
  • “জুলাই বিপ্লব আমাদের একটি বৈষম্যহীন সমাজ গঠনের পথ দেখিয়েছে।” : উপাচার্য 

“জুলাই বিপ্লব আমাদের একটি বৈষম্যহীন সমাজ গঠনের পথ দেখিয়েছে।” : উপাচার্য 

জুলাই ২৯, ২০২৫

“জুলাই বিপ্লব আমাদের একটি বৈষম্যহীন সমাজ গঠনের পথ দেখিয়েছে।" : উপাচার্য ।

“জুলাই বিপ্লব আমাদের একটি বৈষম্যহীন সমাজ গঠনের পথ দেখিয়েছে।" : উপাচার্য ।

মুসফিকুর রহমান, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগের আয়োজনে এবং সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের তত্ত্বাবধানে আয়োজিত  “জুলাই স্মৃতি প্রথম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫”-এর চূড়ান্ত পর্ব, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো রেজাউল করিম।

তিনি বলেন, “জুলাই বিপ্লব আমাদের একটি বৈষম্যহীন সমাজ গঠনের পথ দেখিয়েছে। কিন্তু দুঃখজনকভাবে কিছু পদক্ষেপের কারণে এ অর্জন বিতর্কিত করার প্রচেষ্টা চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা আমাদের তরুণ প্রজন্মকে যুক্তি ও চেতনার মাধ্যমে সেই বিপ্লবের চেতনাকে এগিয়ে নিয়ে যেতে উদ্বুদ্ধ করবো।”

বিতার্কিকরা যুক্তি চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ধারা অব্যাহত রাখতে তরুণদের সচেতন, যুক্তিনির্ভর ও নৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠার আহ্বান জানান  উপাচার্য  “যুক্তিযুদ্ধের সব্যসাচী, চেতনায় অনির্বাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়  সোমবার (২৮ জুলাই) বিভাগের ১০১ নম্বর কক্ষে।

গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের ২০টি বিভাগের ২০টি দলের অংশগ্রহণে শুরু হওয়া প্রতিযোগিতাটি । আজকের ফাইনাল পর্বে মুখোমুখি হয় ইসলামিক স্টাডিজ বিভাগ ও ফার্মেসি বিভাগ। টান টান উত্তেজনাপূর্ণ এই পর্বে ফার্মেসি বিভাগ বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ইসলামিক স্টাডিজ বিভাগ রানার্স আপ হয়।

চ্যাম্পিয়ন দলের বিতার্কিক হিসেবে অংশগ্রহণ করেন ফার্মেসি বিভাগের তৌফিক, ইসমাঈল হোসেন সৌরভ এবং তানজিম পাটোয়ারী। তানজিম পাটোয়ারীকে ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ হিসেবে ঘোষণা করা হয়। অপরদিকে, ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন ইসলামিক স্টাডিজ বিভাগের আশিকুর রহমান আকাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের মডারেটর ড. বুশরা জামান। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি নাহিদ হাসান রাসেল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইসরাত জাহান।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্য অতিথিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *