কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৪ দশক বিনা বেতনে ইমামতি করা সংবর্ধনা পাওয়া সেই ইমাম মক্কায় সড়ক দুর্ঘ’টনায় ইন্তেকাল করেছেন ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’। নিহত ইমামের নাম ‘মাওলানা মো. সিরাজুল ইসলাম’ (৭৬)। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের মধ্য তারাকান্দি গ্রামের বাসি’ন্দা ছিলেন। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়েসহ আত্মীয়’স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি, তারা কান্দি আকন্দ বাড়ির জামে মসজিদের ইমাম ছিলেন। দীর্ঘ আটচল্লিশ বছর ইমামতি করে ৭৫ বয়সে মাওলানা মো. সিরাজুল ইসলাম’ তিনি ২০২৩ সালের মার্চ মাসে অব’সরে যান। প্রায় ৪ দশক তিনি বিনা বেতনে ইমামতি করেন। এ জন্য বিদায় বেলায় গ্রামবাসী তাকে জম’কালো বিদায় সংবর্ধনা দিয়েছিলেন। বিদায় বেলায় মোটর সাইকেল বহরে করে মাওলানা সিরাজুলকে বাড়ি পৌঁছে দিয়েছিলেন গ্রামের যুবকেরা। পারিবারিক সূত্র জানায়, গত ১৫ সেপ্টেম্বর তিনি ওমরাহ পালনরত অবস্থায় সৌদিআরবের মক্কা নগরীতে নবীজির বাড়ির অদূরে সড়ক দুর্ঘ’টনায় ঘটনাস্থলেই নি’হত হন। বাংলাদেশ টাইম সকালে নয় টার দিকে হেঁটে রাস্তা পারা’পারের সময় একটি গাড়ি তাকে চাপা দেয়। এর আগের দিন পবিত্র ওমরাহ পালন করতে তিনি সৌদি আরবে গিয়েছিলেন। তার ছোট ছেলে ‘আকিকুল ইসলাম’ বলেন, রাস্তা পারাপারের সময় বাবার কাছে পাসপোর্ট ও ভিসা না থাকায় পুলিশ তাৎক্ষণিক ভাবে পরিচয় শনাক্ত করতে পারেনি। পরে ‘বায়োমেট্রিক’ (Biometric) পদ্ধতির আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় পেয়ে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর, ২০২৪) দুপুরে বিষয় টি হজ্জ এজেন্সিকে জানায় পুলিশ। পরে তারা এই তথ্য বাংলাদেশে ফোন করে নিহত ব্যক্তির পরিবারকে অবগত করান।
আকিকুল আরও বলেন, ওমরাহ পালন করতে গিয়ে তার বাবা ‘সিরাজুল ইসলাম’ কাফেলা থেকে দলছুট হয়ে যাওয়ায় আর তার কাছে ভিসা পাসপোর্ট কিছু না থাকায় মৃত্যুর খবর তাদের কাছে পৌঁছাতে ৪ দিন লেগে গেছে। সবার কাছে বাবার জন্য দোয়া চেয়ে আকিক বলেন, আগামী সোমবার মক্কা নগরীর জান্নাতুল মুয়াল্লার কবর স্থানে তার বাবার লা’শ দাফ’ন করা হবে।
ডেস্ক নিউজ: