মোঃ মিজানুর রহমান ( নন্দন) মোহনগন্জ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার মোহনগন্জ উপজেলায় মসজিদের ইমাম দুর্বৃত্তের হামলায় আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনা ঘটে গত ১৪ এপ্রিল/২৫ সোমবার দিবাগত রাত সাড়ে দশ ঘটিকার সময় পৌরশহরের আলোকদিয়া ব্রীজ এলাকায়।
এ হামলার ঘটনায় থানায় ইমাম সাইদুর রহমান বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন বলে ওসি আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।
ঘটনার সময় ও স্হানে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল পুর্ব পরিকল্পিতভাবে মোহনগন্জ মডেল মসজিদের সহকারি ইমাম মাওঃ সাইদুর রহমানের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।ইমাম তখন তার মটর সাইকেলের উপর ছিলেন। হামলাকারীরা প্রথমে কিলঘুষী মেরে মাটিতে ফেলে দেয়। পরে দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে আহত করে। ইমাম সাহেব নিজে ও উপস্হিত লোকজনের সহায়তায় দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও হামলাকারীরা তার মটর সাইকেল নিয়ে যায়। তিনি স্হানীয় হাসপাতালে ভর্তি আছেন।
ওসি জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্হল পুলিশ পরিদর্শন করেছে। আসামীদের গ্রেফতার ও মটরসাইকেল উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে।
অভিযোগপত্রে মুফতি ইলিয়াস আরাবী (২৮)ও মেহেদী হাসান (২২) দুই সহোদর ভাই সহ অজ্ঞাত ৮/১০ জনকে আসামী করা হয়েছে বলে প্রাপ্ত তথ্যে জানাগেছে।
সচেতনমহল ও এলাকাবাসী এ হামলার নিন্দা জানিয়ে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক বিচারদাবী করেন।
মুফতি ইলিয়াসের বিরুদ্ধে এ ধরনের অপকর্মের আরো অভিযোগ রয়েছে।