মোঃ তাজিদুল ইসলাম: সুনামগঞ্জে অবৈধ দখলদারদের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান পরবর্তীতে ছাতকের জাউয়াবাজারে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়।
সিলেট রিজিওন হাইওয়ে পুলিশ সুপার মোঃ রেজাউল করিমের নেতৃত্বে সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ, জাউয়াবাজার ও পাগলা বাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট ও স্থাপনা সরিয়ে ফেলা হয়। এতে যান চলাচল স্বাভাবিক হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি কমে আসে।
স্থানীয়রা জানান, সড়ক দখল করে দোকান বসানোর কারণে দীর্ঘদিন ধরে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। হাইওয়ে পুলিশের এ উদ্যোগে তারা স্বস্তি প্রকাশ করেছেন।
হাইওয়ে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, “সড়ক জনসাধারণের জন্য। এখানে অবৈধভাবে দোকান বা স্থাপনা গড়ে তোলার কোনো সুযোগ নেই। মানুষের জানমালের নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচলের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”
সুপারের সাথে এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের ছাতক প্রতিনিধি আনোয়ার হোসেন রনি, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি কাজী রেজাউল করিম রেজা, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মোঃ খালেদ মিয়া, এডভোকেট আব্দুল মুক্তাদির আলমগীর, শোয়েব আহমদ, মফস্বল সাংবাদিক ফোরাম ছাতকের সভাপতি মুশাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ তাজিদুল ইসলাম প্রমুখ।
এ সময় দৈনিক যুগান্তরের ছাতক উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন রনি তাঁর নিজের হাতের লেখা একটি বই পুলিশ সুপার রেজাউল করিমের হাতে তুলে দেন। বইটি উপহার হিসেবে গ্রহণ করে পুলিশ সুপার লেখকের উদ্যোগের প্রশংসা করেন এবং তাঁকে ধন্যবাদ জানান।