ডেস্ক নিউজ: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বেসরকারি হাসপাতালে ভর্তি আহতদের ক্ষেত্রেও এই সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
সোমবার (২২ জুলাই) রাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, আহতদের কোনো প্রকার বিল না নিয়ে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা সেবা দিতে হবে। একইসঙ্গে, চিকিৎসায় যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তবে রোগীকে দ্রুত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১৭১ জন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান জানান, নিহতদের মধ্যে এখনো ৭ জনের পরিচয় নিশ্চিত করা যায়নি। আহতদের মধ্যে শতাধিক শিশু রয়েছে এবং ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে বিমানটি স্কুলের একটি ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ছাড়াও সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশ নেয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।