শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামে সিমলা বেগম (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সিমলা ওই গ্রামের নুর হোসেনের মেয়ে।
জানা যায়, সোমবার(২ জুন) দুপুরে পরিবারের সবার অলক্ষ্যে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয় সিমলা।খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইন্সপেক্টর গোলাম মোস্তফা সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে সিমলার লাশ উদ্ধার করেন। গোলাম মোস্তফা স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে জানান, ওই কিশোরী কিছুদিন ধরেই মানসিক অস্থিরতায় ভুগছিল।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শুভকামনা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ব্যাপারে নিয়মানুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।