শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিকের মায়ের জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। তিনি পৌরসভার সাবেক মেম্বার মরহুম হাজী সিদ্দিক মিয়ার সহধর্মিণী।
সোমবার (১৬ জুন) দুপুরে বাদ জোহর মাধবপুর পলিটেকনিক স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গণে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে, সোমবার ভোর রাত আনুমানিক ৪টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় পৌর মেয়র হাবিবুর রহমান মানিকের মা ও মরহুম হাজী সিদ্দিক মিয়ার সহধর্মিণী আউলিয়া বেগম (৭৩) মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি, ৪ ছেলে ও ৪ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পতি স্থানীয় সুুনামধন্য ব্যবসায়ী ও সাবেক মেম্বার হাজী সিদ্দিক মিয়া গত প্রায় ৯ বছর পূর্বে প্রয়াত হয়েছেন।
এসময় জানাজা নামাজে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদ বিন কাসেম, মাধবপুর থানার ওসি তদন্ত কবির আহমেদ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম পাঠান পিন্টু, সাবেক কাউন্সিলর বাবুল হোসেন এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও মরহুমার আত্নীয়-স্বজন সহ শত শত ধর্ম প্রাণ মুসলমান গন।