সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা,য় জমকালো আয়োজনের মধ্যদিয়ে ১১ তম নরসিংপুর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া স্কুল এন্ড কলেজ মাঠে প্রায় ১০ হাজারের অধিক খেলাপ্রেমিক দর্শকদের উপস্থিতিতে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী টিম,সেরা খেলোয়াড়,পুরুষ্কার দাতা,দাওয়াতি অতিথিদেরকে পুরুষ্কার ও ক্রেষ্ট প্রদান করা হয়।
খেলা উদ্ভোধন করেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংপুর ইউপির সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক ইছহাক মিয়া, দোয়ারা সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল বারী,বোগলাবাজার আরিফুল ইসলাম জুয়েল, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, সমাজ সেবক কয়ছর আহমদ চৌধুরী,আলতাফুর রহমান খসরু, লয়লুছ খাঁন, আল মদিনা একাডেমির পরিচালক রফিকুর রহমান,মাও মোহাম্মদ আলী।
দোয়ারাবাজার থানা পুলিশের উপপরিদর্শক এসআই আতিয়ার রহমান,এস আই আবুল বাশার, সুনামগঞ্জের সেবুল স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সেবুল মিয়া, গোলাম মোস্তফা,ইউপি সদস্য সাজ্জাদুর রহমান, ধন মিয়া,ইশ্রাঈল আলী,সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম খাঁন,আশিকুর রহমান প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, প্রথম পুরুষ্কার দাতা আলী মটর্স নরসিংপুর এর স্বত্বাধিকারী ওয়ারিছ আলী, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সামছুল হক,সহসভাপতি আছাব আলী সুমন,আব্দুর রউফ,নজরুল ইসলাম,কোষাধ্যক্ষ আবিদ রনি,সাংগঠনিক সম্পাদক ছুরত খাঁন,সহসাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন,ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন,সহ-ক্রীড়া সম্পাদক ফয়জুল ইসলাম,স্বাস্থ্য সম্পাদক আজিজুল ইসলাম,প্রচার সম্পাদক রমজান আলী,পরিচালনা কমিটির অন্যান্য সদস্য,অতিথিগণসহ পুলিশ ও সেনাবাহিনী কর্মকর্তা প্রমুখ।
খেলায় বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি ফ্রিজ ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি এলইডি টিভি।
দোয়ারাবাজার প্রতিনিধি (সুনামগঞ্জ): সোহেল মিয়া