Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সারাদেশ
  • দোয়ারাবাজারে উদ্দীপন সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ 

দোয়ারাবাজারে উদ্দীপন সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ 

আগস্ট ২৯, ২০২৫

দোয়ারাবাজারে উদ্দীপন সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ।

দোয়ারাবাজারে উদ্দীপন সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ।

সুনামগঞ্জের দোয়ারা বাজারে উদ্দীপন সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ করেছে। বৃহস্পতিবার ২৮ আগস্ট উপজেলার বাংলাবাজারে মাসুদ ডেন্টাল কেয়ারের অস্থায়ী কার্যালয়ে যাক যমকপূর্ণ অনুষ্ঠানে এই সামাজিক সংস্থাটির আনুস্ঠানিক যাত্রা শুরু করেন।

এতে করে উপস্থিত ছিলেন মাজলেসুল মুফাসসিরিন বাংলাদেশ সুনামগঞ্জ শাখার সম্মানিত সভাপতি হাজারো আলেমের ওস্তাদ ও আন্তর্জাতিক ইসলামিক বক্তা মাওলানা আব্দুস সাত্তার সাহেব। এবং উপজেলা দোয়ারা বাজারের তিন বারের সফল সংগ্রামী আমির জননেতা ডাক্তার হারুনুর রশিদ সাহেব ও ১নং বাংলাবাজারের ইউপি সদস্য মোহাম্মদ আবদুল হান্নান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুস সাত্তার সাহেব বলেন বর্তমান চলমান পরিস্থিতিতে অপসংস্কৃতি এর ধ্বংসের অন্যতম কারণ, বিশেষ করে মাদক সেবন সহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপ রোধে এই সংস্থাটির অত্যন্তফলপ্রসূ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ডাক্তার হারানোর রশিদ সাহেব বলেন যুব সমাজ হচ্ছে এক একটি হীরক খন্ড। এই হিরক খন্ডেরা যেদিকে মুখফিরিয়ে তাকাবে সেদিকেই জয় ও বিপ্লব সুনিশ্চিত এবং আসছে আগামীর দেশ পরিচালনায় যুব সমাজের ভূমিকা অপরিসীম বলে তিনি আশাবাদী।

বক্তব্যের শেষে উপস্থিতির সমন্বয়ে নিম্নোক্ত কমিটি গঠন করা হয়।

সভাপতি হিসেবে মো.মঈন উদ্দিন আহমেদ, সহ সভাপতি ডা: মো.হাবিবুর রহমান ও এ্যাডভোকেট আবদুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মো.ফিরুজ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হোসাইন, অর্থ সম্পাদক. মোহাম্মদ কাজী ইউসুফকে প্রাথমিক ভাবে নির্বাচিত করা হয়।

এছাড়াও বাংলাবাজার ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের সমন্বয়ক হিসেবে আরো ৯ জনকে নির্বাচিত করা হয়।

তারা হলেন, ১নং ওয়ার্ডে মো: মোঃ শিব্বির আহমেদ, ২ নং ইয়াকুব আল হাসান, ৩ নং আজগর আলী, ৪ নং মোঃ কবির হোসেন, ৫ নং আমির হোসাইন, ৬ নং মোস্তাক আহমেদ, ৭ নং ডাক্তার জাকির হোসেন, ৮ নং মোঃ হারুন, ৯ নং তোফাজ্জল হোসেন।

বাংলাবাজার ইউনিয়নের ৯ টি ওয়ার্ড হতে ১০০ জনকে সদস্য নির্বাচিত করে এই সামাজিক সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

Comment (1)

  • August 29, 2025

    Ruhul Amin

    Valo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *